নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১২৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত বুধবার ভোর ছয়টা থেকে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান। তিনি বলেন, গ্রেপ্তার ১২৫ জনের কাছ থেকে ৭ হাজার ৫০৪ পিস ইয়াবা, ৫৪৬ গ্রাম ৪৬০ পুরিয়া হেরোইন, ১৩.২ লিটার দেশি মদ, ৩৩ কেজি ৪৪০ গ্রাম গাঁজা, ১০টি নেশা জাতীয় ইনজেকশন, ৬০টি ট্যাপেনটাডিল ট্যাবলেট ও ৮০টি বুপ্রেনরফিন জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯৭টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
র্যাবের পৃথক অভিযানে দুই মাদককারবারি গ্রেপ্তার: এদিকে রাজধানীর দারুস সালাম থানা এলাকায় দুটি পৃথক অভিযানে ১ হাজার ১৭০ পিস ইয়াবাসহ দুইজন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। গ্রেপ্তাররা হলেন- মো. রেজাউল করিম ও মোছা. শারমিন আক্তার। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাবের জনসংযোগ দপ্তর গণমাধ্যমকে এ তথ্য জানায়। এতে বলা হয়, গত বুধবার দুপুর ১টা এবং রাত পৌনে ৯টার দিকে পৃথক দুটি অভিযান চালায় র্যাব-৪-এর একটি দল। এতে ১ হাজার ১৭০ পিস ইয়াবাসহ মো. রেজাউল করিম ও মোছা. শারমিন আক্তার নামে দুইজনকে গ্রেপ্তার করে। র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা সেক এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে ঢাকা শহরের বিভিন্ন এলাকা হতে পাইকারি দরে ইয়াবা সংগ্রহ করে ঘটনাস্থলসহ আশপাশের বিভিন্ন এলাকায় খুচরা দরে বিক্রি করে আসছে।
আরও পড়ুন
বাংলাদেশি ১২ জেলেকে ধরে নিয়ে গেল ‘আরাকান আর্মি’
চব্বিশ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু
হঠাৎ গার্মেন্টস কারখানা বন্ধের প্রতিবাদে তেজগাঁওয়ে শ্রমিকদের রাস্তা অবরোধ