January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, November 19th, 2021, 8:07 pm

৩৬৯ কোটি টাকায় বিক্রি হল মার্কিন সংবিধানের বিরল মূল কপি

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের সংবিধানের বিরল একটি মূল কপি ৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলারে (৩৬৯ কোটি টাকা) বিক্রি হয়েছে। কোনো ঐতিহাসিক নথি-দলিলের সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়ার ঘটনা এটি। গত বৃহস্পতিবার মার্কিন সংবিধানের বিরল এই অনুলিপিটি বিক্রি হয় বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। যুক্তরাজ্য ভিত্তিক বহুজাতিক মার্কিন চারুকলা প্রতিষ্ঠান সোথবি এই নিলাম অনুষ্ঠানের আয়োজন করে। অবশ্য বিপুল দাম দিয়ে ঐতিহাসিক এই নথিটি ঠিক কে কিনেছেন তা জানা যায়নি। বার্তাসংস্থাটি জানিয়েছে, স্বাধীনতা অর্জনের পর যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার ইন্ডিপেন্ডেন্স হলে ইউএস চার্টার বা মার্কিন সনদ স্বাক্ষর করা হয়। ১৭৮৭ সালের ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতাদের স্বাক্ষরিত সনদের মধ্যে বর্তমানে প্রাপ্য ১১টি কপির মধ্যে এটি একটি। যুক্তরাষ্ট্রের জাতির জনক জর্জ ওয়াশিংটন, বেঞ্জামিন ফ্রাংকলিন এবং জেমস ম্যাডিসনসহ দেশটির প্রতিষ্ঠাতারা এই সনদে স্বাক্ষর করেছিলেন। পরের বছর অর্থাৎ ১৭৮৮ সালে এটি অনুমোদন করা হয়। বিরল ঐতিহাসিক এই নথিটির ভাগ্যবান ক্রেতার নাম অবশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সোথবি বলছে, ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগকারীদের একটি দল নিলামে এই নথি কেনার জন্য ৪ কোটি মার্কিন ডলার পর্যন্ত দর দিয়েছিল। কিন্তু এরপরও তারা সেটি কিনতে ব্যর্থ হয় এবং বিক্রয় কমিশনসহ যুক্তরাষ্ট্রের সংবিধানের বিরল মূল এই কপিটি ৪ কোটি ৩২ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়।