চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাঁদপুরের কচুয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খাজুরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া এলাকার সিএনজিচালক সোহেল মিয়া (৩৬) ও একই উপজেলার মৈশামুড়া গ্রামের গোকুল সরকার (৩২)। এ ঘটনায় রিপন (২৫) নামে একজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লাগামী একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা শাহরাস্তিগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে চালক সোহেলসহ এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। অজ্ঞান হয়ে পড়ে থাকেন যাত্রী রিপন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দীন জানান, দুর্ঘটনায় দুজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ থাকলেও আমরা ( পুলিশ) ঘটনাস্থলে গিয়ে সড়কে যান চলাচলে ব্যবস্থা করেছে। ট্রাক ও দুমড়ে মুছড়ে যাওয়া সিএনজিটি জব্দ করা হয়েছে।
–ইউএনবি
আরও পড়ুন
রংপুর পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকসহ আটক-৩, ধর্ষক গ্রেফতার করেছে র্যার ১৩
শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে শ্বশুর বাড়িতে মিলল জামাইয়ের ঝুলন্ত লাশ