সেন্টমার্টিন দ্বীপের সমুদ্র উপকূল থেকে চার ট্রলারসহ অপহরণ করা বাংলাদেশি ২২ জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার নৌবাহিনী।
শনিবার মধ্য রাতে ২২ জেলেসহ চারটি ফিশিং ট্রলার সেন্টমার্টিন্স দ্বীপের জেটিতে এসে পৌঁছে বলে সেন্টমার্টিন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ নিশ্চিত করেছেন।
তবে এ বিষয়ে স্থানীয় কোস্ট গার্ড কিংবা বিজিবি কোন মন্তব্য করতে রাজি হয়নি।
এব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, মাঝিমাল্লাসহ ধরে নিয়ে যাওয়া ফিশিং ট্রলারগুলো ফেরত দিয়েছে। জেলেরা সবাই সুস্থ আছেন।
গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের পুর্ব সমুদ্র উপকূলে বাংলাদেশ জলসীমায় মাছ শিকার করার সময় মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা দুই দফায় চারটি ফিশিং ট্রলারসহ ২২ জেলেকে ধরে নিয়ে যায়। পরে রাতে আটক জেলেদেরকে ফেরত দিতে বাধ্য হয় মিয়ানমার নৌবাহিনী।
—ইউএনবি
আরও পড়ুন
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ জামায়াতে ইসলামী
রংপুরে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত