January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 22nd, 2021, 7:10 pm

জেলা পরিষদের প্রতিনিধিরা মেয়াদ শেষে পদে থাকতে পারবে না

ছবি: পি আই ডি

মন্ত্রিসভার অনুমোদিত জেলা পরিষদ (সংশোধন) আইন ২০২১-এর খসড়া অনুসারে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা কোনো অজুহাতে পাঁচ বছরের মেয়াদ শেষে পদে থাকতে পারবেন না।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধানমন্ত্রী গণভবন থেকে যুক্ত হন।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, জেলা পরিষদের প্রতিনিধিদের মেয়াদ শেষ হলে তাদের পদ ছাড়তে হবে। পরবর্তী কাউন্সিল (পরিষদ) গঠন না হওয়া পর্যন্ত স্থানীয় সংস্থা পরিচালনার জন্য প্রশাসক নিয়োগ করবে সরকার।

তিনি বলেন,সভায় প্রস্তাবিত আইনটি পেশ করা হয়েছে। স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধিত) আইন ২০২১-এর মতো একই রকম পরিবর্তন আনা হয়েছে এই আইনে। কারণ কিছু স্থানীয় প্রতিনিধি মেয়াদ শেষ হওয়ার পরও বিভিন্ন অজুহাত ও আইনি জটিলতার সুযোগে ১৪-১৫ বছর তাদের পদে বহাল থাকে।

তিনি আরও বলেন, খসড়া আইন অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) জেলা পরিষদের পর্যবেক্ষক সদস্য হিসেবে থাকবেন।

—ইউএনবি