নিজস্ব প্রতিবেদক:
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের ষষ্ঠ ওভারে ডান হাতের ওপরের অংশে বল লাগে তাসকিন আহমেদের। প্রথমে তিনি মাঠ ছেড়ে উঠলেও পরে আবার মাঠে ফেরেন। তবে ম্যাচ শেষে তাসকিন আহমেদকে হাসাপাতালে নেওয়া হচ্ছে। সোমবার রান তাড়া করতে নামা পাকিস্তানের বিপক্ষে ষষ্ঠ ওভারে বল করতে আসেন তাসকিন। তার করা প্রথম বলে স্ট্রেইট ড্রাইভ করেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বলটি ধরার চেষ্টা করেন তিনি। বল তালুবন্দি না হয়ে লেগে যায় ডান হাতের ওপরের অংশে। তাসকিন ব্যথা পান। ছুটে আসেন বাংলাদেশ ক্রিকেট দলের ফিজিও জুলিয়ান ক্যালিফাতো। পরে তার সঙ্গে মাঠ ছেড়ে যান। বাকি ৫ বল করেন শহিদুল। শুশ্রুষা শেষে পরে আবার মাঠে ফিরেন তাসকিন। একাদশ ওভারে বলও করেন। এরপর আবারও মাঠ ছেড়েছিলেন। এরপর ইনিংসের শেষদিকে এসে ১৮তম ওভারে বল করেন। কিন্তু ম্যাচ শেষে তার হাতের বিস্তারিত অবস্থা জানতে তাকে হাসপাতালে নেওয়া হয় পরীক্ষা-নিরীক্ষার জন্য।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর