অনলাইন ডেস্ক :
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর এবার ঘরের মাঠে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে সিরিজ হারিয়েছে বাবর আজমরা। সিরিজের প্রতিটি ম্যাচই ছিল লো-স্কোরিং। রান তুলতে সংগ্রাম করতে হয়েছে দুদলকেই। তাই পাকিস্তানের সাবেক তারকা শহীদ আফ্রিদি মনে করেন, ক্রিকেটে উন্নতি করতে হলে বাংলাদেশকে ভালো পিচ বানাতে হবে। বুমবুম আফ্রিদি বলেন, ‘বাংলাদেশকে আরো গভীরে ভাবতে হবে, তারা কি এ ধরনের পিচে জিততে চায় এবং বিদেশে ও বিশ্বকাপে সাদামাটা পারফরম্যান্স করতে চায়? তাদের দারুণ প্রতিভা আছে এবং খেলার প্রতি আবেগ রয়েছে। কিন্তু তারা যদি উন্নতি করতে চায় তাহলে আরো ভালো পিচ দরকার।’ মিরপুরের পিচে শুধু পাকিস্তান বা বাংলাদেশই না, রান তুলতে সংগ্রাম করতে হয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলের ব্যাটসম্যানদেরও। পরে এই নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াই বিশ্বকাপের ফাইনাল খেলেছে। তাই আফ্রিদি মনে করেন, দুর্বল পিচে খেলে কখনো খেলায় উন্নতি করা যাবে না। বাংলাদেশের উচিত ভালো মানের পিচ বানানো।
আরও পড়ুন
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর
৪৫ ছক্কায় দিন পার, তামিমের চাওয়া ‘বড় বাউন্ডারি’
ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করল বাংলাদেশ