জেলা প্রতিনিধি, ফেনী:
দাগনভূঞায় ফেনী জেলা পরিষদ ও দাগনভূঞা উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদকের পক্ষ থেকে দুঃস্থ ও অসহায়দের মাঝে ত্রাণ ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার রাজাপুর ইউনিয়নের কোরাইশমুন্সী বাজারে ত্রাণ ও সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক খায়রুল বাশার মজুমদার তপন।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু দাউদ মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন ও জেলা পরিষদ সদস্য গিয়াস উদ্দিন বি. এ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালণা করেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলা। জেলা পরিষদের পক্ষে ৫০ জন ও উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক জয়নাল আবদীন মামুনের ব্যাক্তিগত পক্ষ থেকে ১২০ জনসহ মোট ১৭০ জনের মাঝে ত্রাণ ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
দাগনভূঞায় দুঃস্থদের মাঝে ত্রাণ ও সুরক্ষা সামগ্রী বিতরণ

আরও পড়ুন
টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়ে ১৭ কিশোর পেল বাইসাইকেল
দেশে এই মুহুর্তে দরকার বিচার ও সংস্কার: নাহিদ ইসলাম
এসআই পরিচয়ে থানায় তরুণী, কনস্টেবলকে ভুলে ‘স্যার’ ডেকে ধরা