January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 25th, 2021, 7:35 pm

জাহাঙ্গীর আলম সাময়িক বরখাস্ত, গাজীপুরে তিন সদস্যের প্যানেল মেয়র গঠন

বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তদন্ত আমলে নিয়ে গাজীপুরের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে সিটি কর্পোরেশনে তিন সদস্যের প্যানেল মেয়র গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে এক প্রেস ব্রিফিং স্হানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন ,গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম বিষয়ে বেশ কিছু অভিযোগ এসেছে। অভিযোগের প্রেক্ষিতে তার বিষয়ে তদন্ত আমলে নেয়া হয়েছে। তদন্ত আমলে নিলে সিটি কর্পোরেশন আইন অনুযায়ী মেয়রকে সাময়িক বরখাস্ত করা যায়। সে অনুয়ায়ী গাজীপুর মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মেয়রের বিষয়ে কি কি অভিযোগ আছে জানতে চাইলে মন্ত্রী বলেন, তার বিষয়ে বেশ কিছু অভিযোগ আছে। অবৈধভাবে জনগণের জমি দখল, অবকাঠামোর ক্ষতিপূরণ না দিয়ে স্হাপনা নির্মাণ, অর্থ আত্মসাত ও ক্ষমতার অপব্যবহার।

মেয়রের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে স্হানীয় সরকার মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোস্তাকিম বিল্লাহ ফারুকীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্ত কমিটি দ্রুত সময়ে রিপোর্ট দিবে।

—ইউএনবি