December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 6th, 2021, 7:55 pm

ভারী বর্ষণে পানির নিচে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতাল

অনলাইন ডেস্ক :

ভারী বর্ষণে পানির নিচে তলিয়ে গেছে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতাল। এ সময় হাসপাতালের নিচের তলার চিকিৎসা সেবা চরমভাবে ব্যাহত হয়।

এদিকে, পানির কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে চিকিৎসা নিতে আসা রোগী, স্বজন ও হাসপাতালের কর্মচারীদের।

রোববার (০৬ জুন) সরেজমিনে দেখা যায়, থই থই পানিতে কোনোরকমে ভেসে আছে শয্যা। তার ওপরেই চলছে ডায়রিয়াসহ নানা রোগের চিকিৎসা। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের এই হাল প্রতি বর্ষাতেই।

টানা বৃষ্টি ও জোয়ারে হাসপাতালের নিচতলার কক্ষগুলোতেও কোমর পানি হয়ে যায়। দ্রুত রোগীদের দ্বিতীয় ও তৃতীয় তলায় সরিয়ে নেয়া হয়। চরম বেকায়দায় পড়েন দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা।

নিচতলাতেই হাসপাতালের বহির্বিভাগ হওয়ায় চরমভাবে ব্যাহত হয় সেবাদান। শিশু ওয়ার্ডের কর্মচারী, ডাক্তাররা ক্ষোভ জানিয়ে বলেন, বছরের পর বছর এ ধরনের দুর্ভোগে পড়তে হলেও সমাধান মেলে না।

প্রশাসন এ সমস্যা সমাধানে এগিয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সহ-সভাপতি সৈয়দ এম মোরশেদ হোসাইন।

শুধু হাসপাতাল নয়, হাসপাতালের আশেপাশে সিডিএ, হালিশহর, বড়পোল এলাকাও তলিয়ে যায়।