অনলাইন ডেস্ক :
চট্টগ্রামের সাগরিকায় বিসিক শিল্প এলাকার একটি রাসায়নিকের কারখানায় আগুন লাগার পর ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণে এনেছে।
ফায়ার সর্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়্ খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর ১২টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম নগর পুলিশের পাহাড়তলী জোনের সহকারী কমিশনার মুকুল চাকমা জানান, শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে হোমল্যান্ড নামের ওই রাসায়নিক কারখানায় আগুন লাগে।
ওই কারখানা থেকে আধা কিলোমিটার দূরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের টেস্ট ম্যাচ চলছে। কারখানা থেকে ওঠা ধোঁয়ার কুণ্ডলি দেখা যাচ্ছিল স্টেডিয়ামের গ্যালারি থেকেও।
কারখানায় আগুন লাগার পর কর্মীরাই আগুন নেভাতে কাজ শুরু করেন। কিন্তু রাসায়নিকের আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। কয়েকটি রাসায়নিকের ড্রাম বিস্ফোরিত হয় বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।
তাৎক্ষণিকভাবে কারও হতাহতের খবর পাওয়া যায়নি। ওই কারখানায় কীভাবে আগুন লেগেছে তাও এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ জামায়াতে ইসলামী
রংপুরে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
শীতের রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন