অনলাইন ডেস্ক :
পাকিস্তানে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন। মর্মান্তিক এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। সোমবার (৭ জুন) সকালে সিন্ধ প্রদেশের গোতকি জেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে সংবাদ মাধ্যম ডন জানিয়েছে।
রেলওয়ের একজন মুখপাত্র বলেন, ‘মিল্লাত এক্সপ্রেস নামের একটি ট্রেন করাচি থেকে সারগোদার দিকে যাচ্ছিল। পথে রাইতি রেলওয়ে স্টেশনের কাছে এটি লাইনচ্যুত হয়। এসময় রওয়ালপিন্ডি থেকে ছেড়ে আসা স্যার সাঈদ এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।’
গোতকি পুলিশের উপ-কমিশনার উসমান আবদুল্লাহ বলেন, ‘টেনের বগি উল্টে যাওয়ায় উদ্ধার কাজে সমস্যা হচ্ছে। অন্তত ১৩ থেকে ১৪টি বগি লাইনচ্যুত হয়েছে। এর মধ্যে ছয় থেকে আটটি একেবারে বিধ্বস্ত হয়েছে। যারা আটকে পড়েছেন তাদের উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।’
আরও পড়ুন
মধ্যরাতে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
তহবিল সংকটে কঙ্গো থেকে ফিরছে বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষা কন্টিনজেন্ট
ভারতে চিকিৎসা নিতে এসে মারা গেলেন কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী