January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 28th, 2021, 8:25 pm

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবিতে সিলেট জেলা বিএনপির লিফলেট বিতরণ

জেলা প্রতিনিধি, সিলেট :
খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবিতে ৩০ নভেম্বর মঙ্গলবার দুপুর ২টায় রেজিষ্টারী মাঠে বিএনপির সিলেট বিভাগীয় প্রতিবাদ সমাবেশ সফল করা এবং ব্যাপক জনসাধারণ উপস্থিতি হওয়ার লক্ষ্যে সিলেট জেলা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়।

রবিবার (২৮নভেম্বর) সকাল ১১টায় নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু করে করিম উল্লাহ, মহাজনপট্রি, সিটি হার্ট, কুদরত উল্লাহ মার্কেট হয়ে জিন্দাবাজার গিয়ে শেষ হয়।
লিফলেট বিতরণ শেষে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ডা: শাখাওয়াত হাসান জীবন বলেন, বাংলাদেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের অতন্ত্র প্রহরী, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘ প্রায় তিন বছর যাবৎ বন্দি জীবনযাপন করছেন। বতর্মানে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। অনতিবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নি:শর্ত মুক্তি দিয়ে সু-চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর জোর দাবি জানান। অন্যথায় ৩৬০ আউলিয়ার পূর্ণভূমি আধ্যাতিক নগর সিলেট থেকেই সরকার পতনের দূর্বার আন্দোলন গড়ে তুলা হবে।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) কলিম উদ্দিন আহমদ মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এড. হাদিয়া চৌধুরী মুন্নি, সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ মইনুদ্দিন সোহেল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম, জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আল মামুন খান, সাবেক সহ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, মহানগর বিএনপির সাবেক সদস্য শফিকুর রহমান টুটুল, শ্রমিক দলনেতা নুরুল ইসলাম, আব্দুল আহাদ, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক জিয়াউর রহমান, শ্রমিক দলেনেতা দিপু আহমদ, ছাত্রদল নেতা ইমরান আহমদ, হাবিবুর রহমান হাবিব, রহমত আলী আরও অসংখ্য নেতাকর্মী ছিলেন।