নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর গুলশান-১ নম্বরে অবস্থিত ডিএনসিসি মার্কেটের পাশে একটি ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের ৪০ মিনিটের প্রচেষ্টার আগুন নিয়ন্ত্রণে আসে। সোমবার (২৯ নভেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বিকেল ৪টার দিকে আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, গুলশান-১ নম্বরে ডিএনসিসি মার্কেটের পাশের ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাত ইউনিট বিকেল ৪টা ৪০ আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তিনি আরও বলেন, এর আগে বিকেল ৪টায় আমরা আগুন লাগার খবর পাই। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের সাতটি ইউনিট যায়।
আরও পড়ুন
ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার
রান্নায় দুর্ঘটনারোধে ১৭ সেফটি স্ট্যান্ডার্ড প্রণয়ন করতে যাচ্ছে বিএসটিআই
এস আলমের ২০০ কোটি টাকার সম্পদ ক্রোক, ৮৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ