অনলাইন ডেস্ক :
১২ ম্যাচে নামের পাশে ৩০ উইকেট নিয়ে চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমেছিলেন আবু জায়েদ রাহি। দুই ইনিংসেই থেকেছেন উইকেটহীন। টাইগার পেসারের ক্যারিয়ারে এমন অভিজ্ঞতা এটিই প্রথম। আগের ১২ টেস্টে রাহি বল করতে পেরেছেন মাত্র ১৬ ইনিংসে। কেননা বাংলাদেশের ভাগ্যে ইনিংস ব্যবধানে হারই জুটেছে বেশি। চোট কাটিয়ে ফেরা পেসার চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ১২ ওভার বল করে দেন ৪১ রান। দ্বিতীয় ইনিংসেও থাকেন নির্বিষ। ৪ ওভার বল করে দেন ২৩ রান। উইকেট নেয়ার মতো কোনো সুযোগও তৈরি করতে পারেননি। আরেক পেসার ইবাদত হোসেন সাফল্য পেয়েছেন। প্রথম ইনিংসে ২৬ ওভারে ৪৭ রান দিয়ে পুরনো বলে নিয়েছেন ২টি উইকেট। পরের ইনিংসে ৮ ওভারে দিয়েছেন ৩০ রান। পাননি উইকেট।

আরও পড়ুন
যুক্তরাষ্ট্র ফ্লোরিডার নোয়াখালী সোসাইটি ফ্লোরিডা রয়াল ব্যাডমিন্টন টুর্নামেন্টের অনুষ্ঠিত
মালদ্বীপে চার জাতি টুর্নামেন্টে খেলবেন শমিত–হামজারা
আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ