অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী ব্যাপক হারে টিকাদান কর্মসূচি চলমান থাকলেও করোনায় আক্রান্তের সংখ্যা ২৬ কোটি ২৭ লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার সকালে বিশ্বে মোট সংক্রমণের সংখ্যা ২৬ কোটি ২৭ লাখ ৩৫ হাজার ১২৪ জনে পৌঁছেছে। একই সময়ে মোট মৃতের সংখ্যা ৫২ লাখ ১৪ হাজার ৮৬৩ জনে দাঁড়িয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা চার কোটি ৮৫ লাখ ৫৪ হাজার ৮৯০ জন এবং মৃত্যুবরণ করেছে সাত লাখ ৮০ হাজার ১৪০ জন।
এদিকে, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ১৪ হাজার ৬৮১ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ২০ লাখ ৯৪ হাজার ৪৫৯ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৪৫ লাখ ৮৭ হাজার ৮২২ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৬৮ হাজার ৭৯০ জনে।

আরও পড়ুন
খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু
তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে শোক ও সহমর্মিতা জানালেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রধান উপদেষ্টা