December 31, 2025
Thursday, December 2nd, 2021, 12:48 pm

বোমা আতঙ্কে ঢাকায় মালয়েশিয়ান ফ্লাইটের জরুরি অবতরণে কিছু পাওয়া যায়নি

বোমা আতঙ্কে বুধবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে।

বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়নের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাত ৯টা ৫৫ মিনিটে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে।

বোমার আতঙ্ক থাকলেও বিমানটির ভিতরে তল্লাশি চালিয়ে এ জাতীয় কিছু পাওয়া যায়নি। বিমানবন্দরের নিরাপত্তার পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিসের দলগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।

বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

–ইউএনবি