জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (২রা ডিসেম্বর) সমাজসেবা অধিদফতর কর্তৃক প্রদত্ত সেবা বিষয়ে উপজেলা পরিষদ হলরুমে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোঃ আব্দুল মোতালেব সরকার। উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগমের সভাপতিত্বে সেমিনারে গেস্ট অব অনারের বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিল চন্দ্র বর্মন। উপজেলা সমাজসেবা অফিসার মোসাদ্দকুর রহমান এর স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় সেমিনারে আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আসিব ফেরদৌস, তথ্য সেবা কর্মকর্তা তাসলীম খুশবি সরকার, উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপার ভাইজার মলয় কান্তি প্রমুখ। সেমিনারে উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার, ইউপি সচিব, সাংবাদিক ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২