January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 3rd, 2021, 7:47 pm

ঢাকা টেস্ট দলে নাঈম, যা বললেন অধিনায়ক

অনলাইন ডেস্ক :

চট্টগ্রাম টেস্টে ব্যর্থতার পর হুট করেই ঢাকা টেস্টের দলে নেওয়া হয় নাঈম শেখকে। টি-টোয়েন্টির নিয়মিত এই ওপেনার লংগার ভার্সনের ধারেকাছেও নেই। সর্বশেষ লংগার ভার্সনের ঘরোয়া ক্রিকেট খেলেছেন ২১ মাস আগে। হুটহাট এভাবে দলে নিয়ে আসায় শুরু হয় সমালোচনার। এবার শোনা যাচ্ছে, তার টেস্ট অভিষেক নাও হতে পারে। তাহলে শুধু শুধু এই তরুণকে কেন দলে ডাকা হলো? অবশেষে এর একটা ব্যখ্যা দিলেন অধিনায়ক মুমিনুল হক। শুক্রবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মুমিনুল হক ২২ বছর বয়সী এই ওপেনারকে দলে নেওয়া প্রসঙ্গে বলেন, ‘সত্যি বলতে আমার আর কোনো ব্যাকআপ ওপেনার নেই। নাঈম আন্তর্জাতিক ক্রিকেট খেলার ভেতরে আছে। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে হঠাৎ ঘরোয়া ক্রিকেট থেকে একজন খেলোয়াড় নিয়ে এলে… হুট করে কাউকে নেওয়ার থেকে এমন কাউকে নেওয়া যায়, যে আন্তর্জাতিক ক্রিকেট খেলার ভেতরে আছে। অবশ্যই লাল বল, সাদা বলে খেলার বড় ভূমিকা থাকে। কিন্তু আপনার যখন ব্যাকআপ ওপেনার থাকবে না, তখন আল্টিমেটলি যে খেলার ভেতরে থাকবে তাকে অনুশীলন করিয়ে ক্যারি করবেন।’ তবে সদ্য শেষ হওয়া জাতীয় লিগে ফজলে মাহমুদ, অমিত হাসান, মজিদ, মাইশুকুর, তানজদিরা খেলেছেন। তাদের বাদ দিয়ে নাঈম কেন? জবাবে মুমিনুল বলেন, ‘জাতীয় লিগের পারফরম্যান্স বিবেচনায় যে আসে না, তা না। আমার কাছে মনে হয় যে, খেলার ভেতর থাকাটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনারা যদি দেখেন, এখানে কিন্তু জুনিয়র কাউকে আনা হয়নি পরীক্ষা-নিরিক্ষার জন্য। তামিম ভাই নেই, তার জায়গায় ওপেনার দরকার ছিল, জয় আসছে, নিউজিল্যান্ড সিরিজের ব্যাকআপ হিসেবে নাঈম আসছে। সাকিব ভাই ছিলেন না, ওঁর জায়গায় রাব্বি খেলল প্রথম টেস্ট। রিয়াদ ভাইতো অবসর নিয়ে নিলেন। ওইসব জায়গাতে তো নতুন কাউকে নিতে হবে।’