January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 3rd, 2021, 7:47 pm

৮০০ গোল করে ইতিহাস গড়লেন রোনালদো

অনলাইন ডেস্ক :

পেশাদার ফুটবল ক্যারিয়ারে বিশ্বের প্রথম ও একমাত্র খেলোয়াড় হিসেবে ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার রাতে প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে ম্যাচে এই রেকর্ড গড়েন তিনি। ম্যাচটি খেলতে নামার আগে রোনালদোর গোল সংখ্যা ছিল ৭৯৯টি। ম্যাচের ৫২ মিনিটে প্রথম গোলটি করার মধ্য দিয়ে ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি। এরপর ৭০ মিনিটে আরও একটি গোল করে সেটিকে ছাড়িয়ে যান। এই মুহূর্তে পেশাদার ফুটবল ক্যারিয়ারে তার গোল সংখ্যা ৮০১টি। ম্যাচ খেলেছেন ১ হাজার ৯৭টি। এর মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৩০ গোল, রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০টি, জুভেন্টাসের হয়ে ১০১টি, পর্তুগালের হয়ে ১১৫টি এবং স্পোর্টিং লিসবনের হয়ে ৫টি। চলতি মৌসুমে ম্যানইউর হয়ে ১৭ ম্যাচে তার গোল ১২টি। সর্বোচ্চ গোলদাতার তালিকায় এর পরের অবস্থানে আছেন ব্রাজিলের পেলে (৭৬৯), রোমারিও এবং ফেরেঙ্ক পুসকাস (৭৬১) ও লিওনেল মেসি (৭৫৬)।