নিজস্ব প্রতিবেদক:
বহিষ্কৃত যুবলীগ নেতা সম্রাটের সহযোগী মেহেদী আলমকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (৩রা ডিসেম্বর) ভোরে রাজধানীর পল্টনের একটি বাসা থেকে এক সহযোগীসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি, ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো মো. মেহেদী আলম (৪২), মো. যুবরাজ খান (৩২)। র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ সুপার ফারজানা বলেন, বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, সম্রাটের সহযোগী শীর্ষ সন্ত্রাসী মো. মেহেদীর নেতৃত্বে পল্টন, মতিঝিল, শাহজাহানপুর ও তার আশপাশ এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চলছিল। নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা আরও জানতে পারি, ওইসব এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছিল গ্রেপ্তারকৃতরা। মেহেদীর নেতৃত্বে তার সহযোগীরা অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করতো। সেই সঙ্গে সাধারণ জনগণকে নির্যাতন ও হয়রানি করতো তারা। গ্রেপ্তারকৃত মেহেদী মিথিলা এন্টারপ্রাইজের নামে পল্টন এলাকায় মোটরসাইকেল পার্কিং নিয়ে চাঁদাবাজি করে আসছিলো।
আরও পড়ুন
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ
অসদাচরণের ৩৩ অভিযোগ, বিচারকের ১২ ও কমকর্তা-কর্মচারীদের ১৫