Saturday, December 4th, 2021, 12:47 pm

ঢাকা টেস্ট: টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, জয়ের অভিষেক

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

এই টেস্টে অভিষেক হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার মাহমুদুল হাসান জয়ের। এছাড়া সাকিব আল হাসান ও খালেদ আহমেদ ফিরেছেন একাদশে। চট্টগ্রামে প্রথম টেস্ট খেলা আবু জায়েদ রাহী, ইয়াসির রাব্বি এবং সাঈফ হাসান বাদ পড়েছেন।

অপরদিকে, পাকিস্তান তাদের একাদশে প্রথম টেস্টের কোনো পরিবর্তন করেনি। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন আসরে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট আট উইকেটে হেরেছিল বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন।

পাকিস্তান একাদশ: আবিদ আলী, আবদুল্লাহ শফিক, আজহার আলী, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, হাসান আলী, সাজিদ খান, নওমান আলী, শাহীন আফ্রিদি।

–ইউএনবি