চট্টগ্রামে ডেমু ট্রেনের সঙ্গে বাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক ট্রাফিক কনস্টেবলসহ দুজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) নগরীর খুলশী থানাধীন ঝাউতলা রেল ক্রসিংয়ে সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যের নাম মো. মনির। তিনি ট্রাফিক বিভাগে কর্মতে ছিলেন। তবে অপর নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
চট্টগ্রাম রেলওয়ে থানার (জিআরপি) ওসি সরোয়ার আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ঝাউতলা রেল ক্রসিংয়ে একটি বাসের সঙ্গে দুটি সিএনজি ও ডেমু ট্রেনের ত্রিমুখী সংঘর্ষ হয়। এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও অনেকে আহত হয়েছে৷ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে।’
—-ইউএনবি
আরও পড়ুন
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ জামায়াতে ইসলামী
রংপুরে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
শীতের রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন