নাটোর সদর উপজেলায় শুক্রবার রাতে অপহৃত অষ্টম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। এর আগে মেয়েটির নানার বাড়ি থেকে তাকে অপহরণ করা হয়।
শনিবার র্যাবের কর্মকর্তারা জানিয়েছে, নাটোর সদর উপজেলার একডালা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে অনিক হোসেন নামের এক অপহরণকারীকে আটক করা হয়েছে।
নাটোর র্যাবের উপ-অধিনায়ক রফিকুল ইসলাম জানান, মেয়েটিকে গত ২ ডিসেম্বর তার নানার বাড়ি থেকে অপহরণ করা হয়। মেয়েটির পরিবারের করা অভিযোগের ভিত্তিতে র্যাব একটি অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে এবং অপহরণকারীকে আটক করে।
–ইউএনবি
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী