January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 5th, 2021, 7:56 pm

৩৮ বল পরেই ড্রেসিং রুমে খেলোয়াড়রা

নিজস্ব প্রতিবেদক:

খেলা শুরুর অনেক চেষ্টা হলো। একবার মাঠেও নামলেন খেলোয়াড়রা। কিন্তু আধঘণ্টার বেশি দৈর্ঘ্য হলো না দিনের খেলা। ৬.২ ওভার খেলা হওয়ার পর বৃষ্টির দাপটে সেই যে ড্রেসিং রুমে ফিরলেন বাংলাদেশ-পাকিস্তানের খেলোয়াড়রা, আর ফেরা হলো না। দুই ঘণ্টা বাকি থাকতেই এলো দ্বিতীয় দিন শেষের ঘোষণা। রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলায় নেমেছিল বাংলাদেশ-পাকিস্তান। কিন্তু বৃষ্টির দাপটে যা একটু গা গরম করতে পেরেছেন বাংলাদেশের ফিল্ডার ও পাকিস্তানের দুই ব্যাটার! ৬.২ ওভারে কোনও উইকেট না হারিয়ে পাকিস্তান তোলে ২৭ রান। সব মিলিয়ে দুই দিনে ৬৩.২ ওভারে ২ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ১৮৮ রান। প্রথম দিনই হাফসেঞ্চুরি পূরণ করেছিলেন বাবর আজম। দ্বিতীয় দিন শেষে তিনি অপরাজিত ৭১ রানে। ১৩৬ বলের ইনিংসে মেরেছে ৭ বাউন্ডারি। ফিফটি পেয়েছেন আজহার আলীও। ৩৬ রান নিয়ে দিন শুরু করা এই ব্যাটার পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের ৩৪তম হাফসেঞ্চুরির দেখা। তৃতীয় দিন তিনি শুরু করবেন ৫২* রান নিয়ে। অনেক অপেক্ষার পর শুরু হয়েছিল দ্বিতীয় দিনের খেলা। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩৮ বল খেলা হতেই আবার শুরু হয় বৃষ্টি। শুরুতে গুঁড়ি গুঁড়ি হলেও সময় বাড়ার সঙ্গে বৃষ্টির জোর আরও বাড়ে। তাই আগেভাগেই আসে দিনের খেলা শেষের ঘোষণা। প্রথম টেস্ট হেরেছে বাংলাদেশ। ঢাকায় দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর মিশনে নেমেছে মুমিনুল হকরা। কিন্তু বৃষ্টির বাগড়ায় সেই সুযোগটাই তো ঠিকঠাক পাচ্ছে না স্বাগতিকরা! প্রথম দিনের এক সেশন শেষ হয়ে গিয়েছিল আলোর স্বল্পতায়। যে কারণে দ্বিতীয় দিনে আধঘণ্টা আগে শুরুর সূচি করা হয়েছিল। কিন্তু বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু হয়নি বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা। বৃষ্টি থামলে সকাল ১১টা ২০ মিনিটে শুরুর নতুন সূচি দেওয়া হয়। কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ওই সময়েও খেলা শুরু হয়নি। কাভার ওঠানোর কাজে লেগে পড়েছিলেন মাঠকর্মীরা। কিন্তু আবারও বৃষ্টি ফেরায় কাভার তোলা হয়নি। এই অবস্থায় সাড়ে ১১টায় লাঞ্চ বিরতিতে যায় দ্বিতীয় দিনের খেলা। সাড়ে ১১টা থেকে ১২টা ১০ মিনিট পর্যন্ত লাঞ্চের সময়। অর্থাৎ, খেলা শুরুর আগেই প্রথম সেশন শেষ! এরপর আবহাওয়ার উন্নতি হওয়ায় শুরু হয় দ্বিতীয় দিনের খেলা। অনেক অপেক্ষার পর বেলা ১২টা ৫০ মিনিটে শুরু হয় খেলা। খালেদ আহমেদকে দিয়ে শুরু হয় বাংলাদেশের দ্বিতীয় দিনের বোলিং আক্রমণ। তার প্রথম বলেই বাউন্ডারি হাঁকান বাবর। কিন্তু ৬.১ ওভার হতেই আবার বৃষ্টি বাগড়া দিলে বন্ধ হয়ে যায় দিনের খেলা। শনিবার শুরু হয়েছে ঢাকা টেস্ট। টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তান প্রথম দিন ৫৭ ওভারে ২ উইকেটে করে ১৬১ রান। বাংলাদেশ ৭০ রানে পাকিস্তানের দুই ওপেনারকে ফেরালেও বাধা হয়ে দাঁড়ায় এই জুটি। এরপর বৃষ্টিতে অনেক আগেই দিনের খেলার শেষ ঘোষণা করা হয়।