January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 5th, 2021, 8:38 pm

এস ও এস শিশু পল্লী সিলেট এ শিশু সুরক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, সিলেট :

শিশু নির্যাতন রোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রতিরোধের অংশ হিসেবে ৫ নভেম্বর রবিবার দুপুরে এস ও এস সামাজিক কেন্দ্র ওসমানীনগর উপজেলার দয়ামীরস্হ এস ও এস শিশু পল্লী সিলেটে শিশু সুরক্ষা বিষয়ক এক সচেতনতা মূলক আলোচনা সভায় আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস ও এস শিশু পল্লী সিলেট এর পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী।
তিনি তার বক্তৃতায় বলেন,এস ও এস শিশু পল্লী শিশুদের জন্য এমন একটি যত্নশীল ও নিরাপত্তামূলক পরিবেশ সৃষ্টি ও তা অক্ষুন্ন রাখার জন্য প্রতিশুতিবদ্ধ যা এর প্রকৃত মূল্যবোধের উন্নয়ন ঘটায় এবং শিশু নির্যাতন ও শোষণ প্রতিরোধ ও মোকাবিলা করে।


এস ও এস সামাজিক কেন্দ্র সিলেট এর প্রোগ্রাম অফিসার ও ইনচার্জ তানভীর আহমেদের পরিচালনায় আলোচনা সভায় দয়ামীর ইউনিয়নের বিভিন্ন কমিউনিটির পরিবার শক্তিশালীকরণ কর্মসূচীর ৮০ জন শিশু ও কেয়ারগিভার ও এস ও এস কো-ওয়ার্কারগণ এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে কর্মসূচীর অনর্ভুক্ত যে সকল শিশুর পড়াশুনার জন্য তাদের পরিবারে বসে পড়া-শুনা করার কোন ব্যবস্থা নেই এমন ৮০ টি পরিবারের জন্য প্রতিটি পরিবারে ০১ টি পড়াশুনার টেবিল ও ০২ টি করে চেয়ার প্রদান করা হয়।