নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কুমার পাড়া গ্রামে সোমবার ভোররাতে একটি বাসায় অগ্নিকাণ্ডে একই পরিবারের দুই শিশুসহ চার জন দগ্ধ হয়েছেন।
দগ্ধরা হলেন, ব্যবসায়ী সোলায়মান (৪২), তার স্ত্রী রীমা আক্তার (৩১), ছেলে মাহিদ (১৩), ছেলে আরশ (৩)।
সোলায়মানের চাচাতো ভাই ইউনুস জানান, ভোররাতে গ্যাস সিলিন্ডারের পাইপে লিকেজ হয়ে একতলা বাসায় জমে থাকা গ্যাস থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে বলে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানিয়েছেন।
—ইউএনবি

আরও পড়ুন
মগবাজারে ককটেল বিস্ফোরণ, যুবক নিহত
হাদি হত্যায় অভিযুক্ত আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী অস্ত্রসহ গ্রেফতার
কুলাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত