নাটোরের তেবাড়িয়া রেলগেট এলাকায় ট্রাক ও ট্রেনের সংঘর্ষের ঘটনায় এ জেলার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে।
নাটোর রেল স্টেশনের স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, রাত সাড়ে ৩টার দিকে নাটোর শহরের তেবাড়িয়া রেলগেট দিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস অতিক্রমকালে রেলগেট ভেঙে একটি মিনি ট্রাক লাইনে ঢুকে পড়ে। এতে ট্রেনটির সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়।
তিনি বলেন, এ ঘটনার পর নাটোর স্টেশনসহ বিভিন্ন স্টেশনে অন্তত পাঁচটি আন্তনগর ট্রেন আটকা পড়ে।
অশোক চক্রবর্তী বলেন, সকাল ৯টার দিকে রেললাইন থেকে ট্রাক সরানোর পর এ জেলার সঙ্গে আবার ট্রেন যোগাযোগ শুরু হয়েছে।
তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
—ইউএনবি
আরও পড়ুন
চিকিৎসা না পেলে আবার জুলাই হবে: পঙ্গু হাসপাতালে আহতদের হুঁশিয়ারি
উত্তাল হতে পারে সাগর, ৩ নম্বর সতর্ক সংকেত
ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রথমবার জনসমক্ষে খামেনি