কক্সবাজার থেকে সোমবার ৯ কোটি ৬০ লাখ টাকা মূল্যের তিন লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রেজু আমতলী সীমান্ত ফাঁড়ির বিজিবির একটি দল উখিয়া উপজেলার রাজা পালং ইউনিয়নের গোল্ডেবার হিল এলাকায় এই অভিযান চালায়।
বিজিবি এক বিবৃতিতে জানিয়েছে, অভিযানের সময় কয়েকজন সশস্ত্র লোককে চ্যালেঞ্জ করে দলের সদস্যরা। কিন্তু সন্দেহভাজন চোরাকারবারিরা একটি ব্যাগ ফেলে জঙ্গলে পালিয়ে যায়।
পরে ব্যাগের ভেতর রাখা ৩ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করে বিজিবি সদস্যরা।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
–ইউএনবি
আরও পড়ুন
মাস্টার প্যারেডে ৫ আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র জনতার প্রতি শ্রদ্ধা জানান— পুলিশ কমিশনার
কৃষকের ৯ টাকার বেগুন হাত বদলে বিক্রি হচ্ছে ২৫ টাকায়
কোম্পানীগঞ্জে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ২৫ শিশু-কিশোর