কক্সবাজার থেকে সোমবার ৯ কোটি ৬০ লাখ টাকা মূল্যের তিন লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রেজু আমতলী সীমান্ত ফাঁড়ির বিজিবির একটি দল উখিয়া উপজেলার রাজা পালং ইউনিয়নের গোল্ডেবার হিল এলাকায় এই অভিযান চালায়।
বিজিবি এক বিবৃতিতে জানিয়েছে, অভিযানের সময় কয়েকজন সশস্ত্র লোককে চ্যালেঞ্জ করে দলের সদস্যরা। কিন্তু সন্দেহভাজন চোরাকারবারিরা একটি ব্যাগ ফেলে জঙ্গলে পালিয়ে যায়।
পরে ব্যাগের ভেতর রাখা ৩ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করে বিজিবি সদস্যরা।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
–ইউএনবি

আরও পড়ুন
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের
কুমিল্লায় বাস–সিএনজি–মোটরসাইকেল সংঘর্ষে বাসে আগুন, শিশুসহ নিহত ৪
এলপি গ্যাস ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার