চট্টগ্রাম মহানগরীর বায়োজিদ বোস্তামী এলাকার একটি গার্মেন্টেসের ঝুট গুদামে আগুন লাগার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আতুরার ডিপো চিটাগং পার্কের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে নগরীর বিভিন্ন স্টেশন থেকে ফায়র সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে কপিল উদ্দিন জানান, নগরী আতুরার ডিপো এলাকার চিটাগং পার্কের সামনে একটি ঝুট গুদামে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
তিনি জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
—ইউএনবি
আরও পড়ুন
পল্লী বিদ্যুতে ‘গণছুটিতে’ থাকা কর্মীরা ২৪ ঘণ্টার মধ্যে কাজে না ফিরলে ব্যবস্থা
পাইকগাছা থেকে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ
বিএনপির আগামী পথচলা হবে জনগণের সাথে ব্যারিষ্টার মোঃ কামাল উদ্দিন