অনলাইন ডেস্ক :
স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে স্পেনের উত্তর-পূর্বাঞ্চল। গত রোববারও অঞ্চলটিতে বন্যায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২। যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। স্পেনের উত্তরপূর্বাঞ্চলীয় শহর টুডেলার রাস্তাঘাট, নিচু এলাকা এখনো পানির নিচে তলিয়ে আছে। যে দিকে চোখ যায় শুধু পানি আর পানি। চলমান বন্যায় শহরটির অধিবাসীরা পড়েছে সবচেয়ে বিপাকে। একজন বলেন, আমার জীবনে এমন বন্যা কখনো দেখিনি। এর আগে যখন বন্যা হয়েছিল তার পানিও এসেছিল সেতুর কাছাকাছি। এবার তো বাড়ির ভেতর পানি ঢুকে গেছে। কর্তৃপক্ষ জানায়, গত শুক্রবারের ঝড়ের পর থেকেই নদীর পানি বাড়তে শুরু করে। গত রোববার আবাসিক এলাকায় পানি ঢুকে পড়লে দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। একই সঙ্গে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় অন্যান্য প্রদেশের সঙ্গে বন্ধ রয়েছে যোগাযোগ ব্যবস্থা। দেশটির জাতীয় দুর্যোগ বিভাগ জানায়, বন্যায় আটকেপড়াদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। এ ছাড়া দুর্গম এলাকায় উদ্ধারকাজ চালাতে প্রস্তুত আছে হেলিকপ্টারও। এক বিবৃতিতে আবহাওয়া দপ্তর জানায়, শক্তিশালি ঘূর্ণিঝড় ব্যারার কারণে ভারি বৃষ্টিপাতের ফলেই এমন ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে স্পেনের উত্তরপূর্বাঞ্চলীয় অঞ্চল। আগামী দুই তিন দিনের মধ্যেই পানি নেমে যাবে বলেও উল্লেখ করা হয়।
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলেস ঘরের বাইরে কাজে গেলে এন–৯৫ মাস্ক পরার পরামর্শ অনীশ মহাজনের
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের ঘটনায় সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার