নিজস্ব প্রতিবেদক:
ঢালিউডের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি অ্যাওয়ার্ডে অংশ নিয়ে শনিবার ঢাকায় ফিরেছেন তিনি। আর ফিরেই অংশ নিয়েছেন দীপঙ্কর দীপনের পরিচালনায় ‘অন্তর্জাল’ চলচ্চিত্রের শুটিংয়ে। চলচ্চিত্রটির একেবারে শেষ অংশের কাজ করছেন এই নায়িকা। মিম জানালেন, এই সিনেমার কাজ শেষ করেই তাকে প্রস্ততি নিতে হবে নতুন মিশনের। বলা যায় কোমর বেঁধেই শক্তপোক্ত হয়ে মাঠে নামছেন তিনি। কারণ তার আগামী সিনেমা ‘এমআর-নাইন’-এ একজন গুপ্তচরের ভূমিকায় অভিনয় করতে হবে তাকে। যার জন্য তাকে নিতে হবে লম্বা সময়ের প্রস্তুতি। চরিত্রের প্রয়োজনে তাকে ফাইট শিখতে হবে। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও হলিউডের সিলভার নাইনের তত্ত্বাবধানে জানুয়ারির শেষভাগে ফাইট অনুশীলন করবেন তিনি। ফেব্রুয়ারিতে সিনেমার দৃশ্যধারণ শুরু হবে। ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে চিত্রনাট্য ধরে নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে চান এ নায়িকা। মিম আরও জানান, সিনেমায় তার বেশিরভাগ সংলাপ ইংরেজি ভাষায়। প্রস্তুতির ক্ষেত্রে সেই বিষয়টিও খেয়াল রাখতে হবে। সিনেমায় মাসুদ রানার ভূমিকায় তরুণ অভিনেতা এবিএম সুমনকে নির্বাচন করেছেন চরিত্রের স্রষ্টা কাজী আনোয়ার হোসেন। আর নবনীতা চরিত্রে সৈয়দা তৌহিদা হক অমনি নামে এক তরুণ মডেলকে চুক্তিবদ্ধ করা হয়েছে। এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয়ের জন্য ইতোমধ্যে ‘আয়রন ম্যান-২’ চলচ্চিত্রের অভিনেতা মিকি রুর্কি, ‘দ্য ট্রান্সপোর্টার’, ‘এভারলি’সহ বেশ কয়েকটি হলিউডি সিনেমার অভিনেত্রী গাব্রিয়েলা রাইট ও ভারতীয় রেসলার দ্য খালি চুক্তিবদ্ধ হয়েছেন।
আরও পড়ুন
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত