অনলাইন ডেস্ক :
ইউরো জয়ী ইতালি ও কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা মুখোমুখি হবে কিনা তা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। এবার বাস্তবরূপ পেতে যাচ্ছে সে ম্যাচ। আগামী বছর পহেলা জুন মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। তবে এই খেলা কোথায় হবে সেটি এখনো নিশ্চিত নয়। উয়েফা ইঙ্গিত দিয়েছে যে লন্ডনেই এই খেলা হতে পারে। কোপা আমেরিকায় আর্জেন্টিনা এবং ইউরোয় ইতালির জয়ের পরই দীর্ঘদিন ধরে সমর্থকরা দুই ফুটবলপাগল মহাদেশের দুই চ্যাম্পিয়ন দেশের মধ্যে একটি ম্যাচের আয়োজন নিয়ে দাবি তুলছিলেন। সমর্থকদের দাবি মেনে ম্যাচ হবে শোনা গেলেও কোথায়, কবে হবে, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। লাতিন আমেরিকার লিওনেল মেসিদের ফ্লেভার ফুটবলের সঙ্গে কিয়েলিনি-বনুচ্চিদের ইতালির জমাট রক্ষণের মোকাবিলা যে নিঃসন্দেহে প্রচুর সমর্থক আগ্রহ ভরে দেখবেন, তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। দুই চ্যাম্পিয়ন দলের এই ম্যাচকে ‘ফাইনালিসিমা’ নামকরণ করা হয়েছে। উয়েফা এক টুইটের মাধ্যমে তথ্যটি জানিয়েছে।
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল