January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 17th, 2021, 8:41 pm

মহান বিজয় দিবসে সিলেট মহানগর বিএনপির বিজয় র‌্যালী

জেলা প্রতিনিধি, সিলেট :

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগর শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় মহানগর বিএনপির ভাতালিয়াস্থ অস্থায়ী কার্যালয় থেকে এক র‌্যালী বের হয়। র‌্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পাঞ্জলি অর্পন করে।

শ্রদ্ধাঞ্জলি অর্পন করার সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা: শাখাওয়াত হাসান জীবন, মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শাহিন, ইমদাদ হুসেন চৌধুরী, নজিবুর রহমান নজিব, সৈয়দ মইনুদ্দিন সোহেল, মহানগর বিএনপির সদস্য জিয়াউল হক জিয়া, আমির হোসেন, আতিকুর রহমান সাবু, হুমায়ুন আহমদ মাসুক, মুর্শেদ আহমদ মুকুল, মতিউল বারী খুর্শেদ ও আবুল কালাম। বিএনপির নেতৃবৃন্দের মধ্যে সুলেমান হোসেন, আশরাফ আলী, মহানগর শ্রমিক দলের সভাপতি ইউনুছ মিয়া, মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক নিগার সুলতানা ডেইজি, মহানগর ছাত্রদলের সহ সভাপতি তানভীর আহমদ চৌধুরী প্রমুখ।

শহীদ মিনারে নেতৃবৃন্দ বলেন, জাতি আজ এমন এক ক্রান্তিলগ্নে বিজয়ের সুবর্ণ জয়ন্তী পালন করছে, যখন দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীক সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। সরকার খালেদা জিয়ার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে চিকিৎসকদের নির্দেশনা থাকা সত্ত্বেও বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না। নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে ফ্যাসিবাদের কবল থেকে গণতন্ত্র উদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।