চট্টগ্রামের হাটহাজারীতে মাদরাসার আর্থিক বিষয় সংক্রান্ত দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক প্রবাসী নিহত হয়েছেন।এসময় গুরুতর আহত হয়েছেন নিহতের অপর এক ভাই।
নিহত হোসেন এলাহী (৪০) ও আহত মোমেন এলাহী (৩৮) স্থানীয় লতু মিস্ত্রির ছেলে।
শুক্রবার রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কালা বাদশাহ পাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে এলাকার একটি চায়ের দোকানে দুই সহোদর মোমেন এলাহী ও হোসেন এলাহী বসে চা খাচ্ছিলেন। এসময় হঠাৎ করে প্রতিপক্ষরা এসে প্রথমে ফাঁকা গুলি ছোঁড়ে এবং পরে ধারালো ও দেশীয় অস্ত্র নিয়ে দুই ভাইয়ের উপর অর্তকিত হামলা চালায়। পরে উপস্থিত লোকজন তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত সাড়ে ১০ টায় হোসেন এলাহী মারা যায়।
নিহতের মেজ ভাই মুহসিন জানান, স্থানীয় মাদরাসার আর্থিক বিষয় সংক্রান্ত দ্বন্দ্বের জের ধরে তার ভাইকে খুন করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রফিকুল ইসলাম জানান, অভিযুক্তদের আটকে পুলিশের অভিযান চলছে।
—ইউএনবি
আরও পড়ুন
সিগারেট খাওয়া ক্ষতিকর, সেটা নিষিদ্ধ হোক : শাহরুখ খান
রংপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত
রংপুরে উইমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি স্বাবলম্বী পিঠা মেলা