অনলাইন ডেস্ক :
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠানোর বিষয়ে রবিবার ঢাকা ও কুয়ালালামপুরের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রোববার (১৯ ডিসেম্বর) কুয়ালালামপুরে স্থানীয় সময় সকাল ১১ টায় এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম সারাভানান এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এর আগে ১১ ডিসেম্বর ইমরান আহমেদ বলেছেন, তিন বছরের বেশি সময় বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য চলতি বছরের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে।
বৃক্ষরোপণ, বাগান, কৃষি, উৎপাদন, পরিষেবা, খনি ও খনন, নির্মাণ ও গৃহকর্মী নিয়োগের জন্য এই শ্রমবাজার উন্মুক্ত হবে জানিয়ে তিনি বলেন, শ্রমিকের সংখ্যা নিয়ে আগের থেকে আরও ভালো খবর আসবে।
বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের জন্য মালয়েশিয়া অন্যতম জনপ্রিয় কর্মস্থল। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য মতে, ১৯৭৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ১০ লাখ ৫৭ হাজার ৫৬ জন বাংলাদেশি দেশটিতে কাজ পেয়েছেন।
২০১৮ সাল থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি বন্ধ রয়েছে।
আরও পড়ুন
বলিউড অভিনেতার সঙ্গে তানজিন তিশা
এক ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়, একমত দলগুলো
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে গেলেন প্রধান উপদেষ্টা