January 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 20th, 2021, 12:17 pm

বিশ্বে করোনায় প্রাণহানি ৫৩ লাখ ৫৪ হাজার ছাড়িয়েছে

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিশ্বব্যাপী চলমান করোনা মহামারিতে মৃতের সংখ্যা ৫৩ লাখ ৫৪ হাজার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৭ কোটি ৪৬ লাখ ৯২ হাজার ২৪৯ জন এবং মোট মৃতের সংখ্যা ৫৩ লাখ ৫৪ হাজার ১৪৮ জনে দাঁড়িয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা পাচঁ কোটি ৮৪ লাখ ৬ হাজার ৮২৮ জন এবং মৃত্যুবরণ করেছে আট লাখ ছয় হাজার ৪৩৯ জন।

এদিকে, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ১৭ হাজার ৮০৩ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ২২ লাখ ১৩ হাজার ৭৬২ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৪৭ লাখ ৪০ হাজার ২৭৫ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৭৭ হাজার ৪২২ জনে।

এছাড়া রাশিয়ায় মোট শনাক্তের সংখ্যা এক কোটি ৩৭ হাজার ৫৪৬ জন ছাড়িয়েছে। একই সময়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯১ হাজার ৩৩৬ জনে।