January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 21st, 2021, 8:18 pm

ইতালিতে কারফিউ জারির সিদ্ধান্ত, শঙ্কিত ব্যবসায়ীরা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

করোনা সংক্রমণ বাড়তে থাকায় বড়দিনের আগে রাত্রিকালীন কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে ইতালি। আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়ালে ফের আসতে পারে লকডাউন। এরমধ্যেই ইতালিতে করোনা নতুন ধরন ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ৬০ ছাড়িয়ে গেছে। এমন পরিস্থিতিতে ফের লোকসানের আশঙ্কায় প্রবাসী ব্যবসায়ীরা। গত মার্চের পর ইতালিতে প্রথমবারের মতো একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২৮ হাজারের বেশি মানুষ। মৃত্যুর সংখ্যাও ঊর্ধ্বমুখী। সবশেষ একদিনে মারা গেছেন ১৩৭ জন। সংক্রমণ ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় ফের কঠোর অবস্থানে যাচ্ছে ইতালি প্রশাসন। ওমিক্রন রোধে আগে থেকেই বাড়তি প্রস্তুতি নিতে শুরু করেছে ইতালি। করোনা মহামারির প্রথম ঢেউয়ের চরম আঘাত থেকে শিক্ষা নিয়ে এবার তারা আগেভাগেই কড়াকড়ি আরোপ করতে চলেছে দেশটি। বড়দিনের আগে রাত্রিকালীন কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সংক্রমণ বাড়তে থাকলে ফের লকডাউনের আভাস দিয়েছে ইতালি সরকার। এতে শঙ্কিত প্রবাসী ব্যবসায়ীরা।এক ব্যবসায়ী বলেন, ওমিক্রন ভাইরাস সংক্রমণের কারণে নতুন করে লকডাউন দেওয়ার সিদ্ধান্তের কথা চলছে। এতে আমরা আরও ক্ষতিগ্রস্ত হবো। করোনার নতুন ধনর ওমিক্রনের বিস্তার এবং করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে না হলে আগামী জানুয়ারী থেকে আবারো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। রাজধানী রোমে মাস্ক পরা বাধ্যতামূলক হতে যাচ্ছে।