December 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 13th, 2021, 12:32 pm

বঙ্গবন্ধু সেতুতে বাস-লরির সংঘর্ষে আগুন, পুড়ে ২ জনের মৃত্যু, তীব্র যানজট

নিউজ ডেস্ক :

বঙ্গবন্ধু সেতুর ওপর বাস ও লরির সংঘর্ষে দুজন নিহত হয়েছে। শনিবার (১২ জুন) রাত ৩টার দিকে বঙ্গবন্ধু সেতুর ১৯ নম্বর পিলারের কাছে উত্তরবঙ্গগামী লেনে এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় লরিতে আগুন লেগে যায় বলে জানায় কর্তৃপক্ষ। এতে লরিতে থাকা দুজন আগুনে পুড়ে ঘটনাস্থলে নিহত হয়। নিহতরা হলেন- নীলফামারী জেলার ডিমলা থানার মজনু ও একই উপজেলার রমজান আলীর ছেলে নজরুল ইসলাম।

বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক কন্ট্রোল রুম (টিসিআর) সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে বঙ্গবন্ধু সেতুর ওপর উত্তরবঙ্গগামী লেনে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাস একটি লরিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে লরিটি উল্টে গিয়ে আগুন ধরে গেলে দুজন ঘটনাস্থলেই পুড়ে মারা যায়। তাদের মরদেহ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপপরিদর্শক আরিফুল রহমান জানান, দুর্ঘটনার কারণে সেতুতে যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত পরিবহন দুটি উদ্ধারের পর সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। তবে সকাল ৯টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুপশ্চিম টোলপ্লাজা হতে কড্ডার মোড় পর্যন্ত মহাসড়কে এক লেনে যানজট রয়েছে।