January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 23rd, 2021, 8:45 pm

দুই মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন গাইবান্ধার জেলা প্রশাসক

জেলা প্রতিনিধি, গাইবান্ধা :
গাইবান্ধার মো. রাকিবুল ইসলাম ও তাছলিমা আক্তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু দুই মেধাবী শিক্ষার্থীর পাশে
দাঁড়িয়েছেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন।
দারিদ্র্যকে জয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন অদম্য মেধাবী মো. রাকিবুল ইসলাম ও মোছা. তাছলিমা
আক্তার। রাকিবুল গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের বাসিন্দা। পরিবারের আর্থিক অস্বচ্ছলতা সত্ত্বেও
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ‘ক’ ইউনিটে ২০৯৪তম হয়ে গণিত বিভাগে ভর্তির জন্য মনোনীত হয়েছেন।
অপরদিকে তাছলিমা আক্তার পলাশাবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘খ’
ইউনিটে ভর্তি পরীক্ষায় ৩৯৪তম স্থান অধিকার করে ‘রাষ্ট্রবিজ্ঞান’ বিভাগে ভর্তির জন্য মনোনীত হয়েছেন।
আর্থিক অস্বচ্ছলতার কারণে এই দুই শিক্ষার্থীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির খরচ প্রদান করা তাদের পরিবারের পক্ষে সম্ভব
নয়। এমতাবস্থায় এই অদম্য মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। তিনি বৃহস্পতিবার
জেলা প্রশাসকের কার্যালয়ে তাদেরকে আর্থিক সাহায্য প্রদান করেন এবং যে কোন প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার
আশ্বাস দেন। আর্থিক সাহায্য, শুভকামনা এবং দোয়া পেয়ে আপ্লুত হয়ে এই দুই মেধাবী শিক্ষার্থী জেলা প্রশাসনের প্রতি
আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তারা ভবিষ্যতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন।