ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চার ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার রাত আড়াইটা থেকে ফেরি বন্ধ থাকার পর শুক্রবার সকাল ৭টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। ইতোমধ্যে যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ পদ্মায় আটকে থাকা দুইটি ফেরি সকালে পাড়ে ভিড়েছে। পরে উভয় পাড়ে আটকে পড়া যানবাহন পারাপার শুরু হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ম্যানেজার আবদুস সালাম জানান, সন্ধ্যা থেকে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। এক পর্যায়ে রাত ৩টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে পুরো নৌপথ ঢেকে যায়। এতে নৌ দূর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এ সময় মাঝ পদ্মায় আটকে পড়ে দুটি ফেরি। পরে দুইটি ফেরি ঘাটে পৌঁছে। এছাড়া ছোটবড় মিলে আরও ১৩টি ফেরিকে উভয় ঘাটে আটকে রাখা হয়।
ফেরি বন্ধ হয়ে পড়ায় পাটুরিয়া ঘাটে আটকে পড়েছে কয়েকশ যানবাহন। এর মধ্যে ২ শতাধিক নৈশ কোচ, দেড়শ প্রাইভেটকার, মাইক্রোবাস ও চার শতাধিক পণ্যবাহী ট্রাক রয়েছে। সকাল ৭টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
—ইউএনবি
আরও পড়ুন
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার