অনলাইন ডেস্ক :
ইতালিতে লাগাতার করোনা ভাইরাস পরিস্থিতি বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে গুরুত্বপূর্ণ ডিক্রি অনুমোদন করেছে দেশটির সরকার। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইতালীয় সরকার এক জরুরী বৈঠকে ডিক্রি অনুমোদন দেয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে স্বাস্থ্য পাস এবং মাস্ক ব্যবহারের বিষয়ে কঠোর নিয়ম অনুমোদন করেছেন। এই ডিক্রি শুক্রবার (২৪ ডিসেম্বর) থেকে কার্যকর হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। ডিক্রিতে বড়দিন ও নববর্ষ উৎসবে পাবলিক ইভেন্ট এবং পার্টি সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরানজা নিশ্চিত করেছেন, সারা দেশে ছোট শহর ও বড় শহরে বড়দিন এবং নববর্ষের আগের অনুষ্ঠানগুলি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন নিয়মে তৃতীয় বা বুস্টার ডোজ গ্রহণের সময় পাঁচ থেকে চার মাসের মধ্যে কমিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া প্রশাসন এই প্রয়োজনীয় সময়কে আরও কমিয়ে দেবার ক্ষমতা রাখেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। নতুন ডিক্রির অনেক সিদ্ধান্ত শুক্রবার (২৪ ডিসেম্বর) থেকে কার্যকর হয়ে আগামী শুক্রবারপর্যন্ত চলবে। তবে শুধুমাত্র বড়দিন ও নতুন বছরের আগের দিন পর্যন্ত বেশ কয়েকটি ব্যবস্থা কার্যকর থাকবে। ওমিক্রন সংক্রামণ ঠেকাতে নাইটক্লাব এবং নাচের স্থানগুলি আগামী শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে বলে জানান রবার্তো স্পেরানজা। ইতালিতে পর্যটকদের ভ্রমণ নিয়মগুলি নতুন ডিক্রি দ্বারা প্রভাবিত হবে না। পূর্বের নিয়মই নির্ধারিত থাকবে। নতুন ডিক্রি আন্তর্জাতিক পর্যটকদের জন্য আর ভোগান্তি সৃষ্টি করবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। গত সপ্তাহে করা নতুন নিয়ম পর্যটকদের ইতালি ভ্রমণ কঠিন করা হয়েছে। পিসিআর টেস্ট বাধ্যতামূলক এবং অনেকের জন্য ৫ থেকে ১০ দিন হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে।
আরও পড়ুন
ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রথমবার জনসমক্ষে খামেনি
বিমানে ২০০ জনকে সীমান্তে আনলো ভারত, টার্গেট বাংলাদেশে ‘পুশইন’
নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’ গঠনের ঘোষণা ইলন মাস্কের