ঢাকাই সিনেমার অভিনেতা আমির সিরাজী শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে রাজধানীর রামপুরায় এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান তার ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
তিনি লেখেন, ‘শিল্পী সমিতির সম্মানিত সদস্য ও সবার প্রিয় অভিনেতা আমির সিরাজী ভাই কিছুক্ষণ আগে শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে আছেন। সবার কাছে দোয়া চাচ্ছি। আল্লাহ সহায় হোন।’
এর আগে আমির সিরাজী ২০২০ সালের ২৭ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তখন তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
অবস্থার উন্নতি না হলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছিল। সেখানে তার করোনা টেস্ট করালে রিপোর্ট নেগেটিভ আসে এবং বেশকিছু রক্তের টেস্টও ভালো আসে। পরবর্তীতে চলতি বছরের ২ জানুয়ারি সুস্থ হয়ে বাসা ফিরেছিলেন তিনি।
—ইউএনবি
আরও পড়ুন
ফারুকী, সেলিম, রাফি, হিমেলসহ আলোচিত ৮ পরিচালক
২৫ বছর বয়সেই না ফেরার দেশে জনপ্রিয় আরজে
দীর্ঘদিন পর ফেরা তারকারা