অনলাইন ডেস্ক :
আসছে বছর প্রায় হাফ ডজন বিগ বাজেটের সিনেমা নিয়ে দর্শকদের সামনে আসবেন অভিনেত্রী কৃতী শ্যানন। সেই তালিকায় রয়েছে ‘আদিপুরুষ’, ‘ভেদিয়া’, ‘বচ্চন পান্ডে’, ‘হিরোপ্যান্টি’ ও ‘গণপথ’-এর মতো সিনেমাগুলো। একে একে প্রতিটি সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করছেন সংশ্লিষ্টরা। সেই ধারাবাহিকতায় এবার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘গণপথ’-এর মুক্তি তারিখ জানালেন নির্মাতা বিকাশ বাহল। জানা গেছে, বহুল প্রতীক্ষিত এই ডিস্টোপিয়ান থ্রিলারটি ২০২২ সালের ক্রিসমাসে মুক্তি পাবে। নিজের উগ্র চেহারার একটি ভিডিও ইনস্টগ্রামে শেয়ার করে সিনেমাটির নায়ক টাইগার শ্রফ লিখেছেন, ‘আর দেরি সইছে না। সৃষ্টিকর্তার আশীর্বাদে দর্শকদের সঙ্গে মিশে যাওয়ার অপেক্ষায় আছি। গণপথ আপনার আশেপাশের সিনেমায় আগামী বছর ক্রিসমাসে আসছে!’ এ প্রসঙ্গে কৃতী বলেন, ‘গণপথ সিনেমাটি শুধু দর্শকদের নয়, আমার কাছেও প্রত্যাশিত। সিনেমাটির জন্য অনেক বেশি পরিশ্রম করেছি। কারণ এটা আমাকে ভিন্নভাবে পরিচয় করিয়ে দেবে। অ্যাকশন দৃশ্যগুলো দেখলে যে কেউ শিউরে উঠবেন। আশা করছি, দারুণ প্রশংসা পাবো। এ ছাড়া আসছে বছর বিগ বাজেটের হাফ ডজন সিনেমা মুক্তি পাবে আমার। প্রতিটি সিনেমায় আলাদা আলাদা কৃতী ধরা দেবে। বলতে পারেন, নতুন বছর আমার জন্য বিশেষ হতে যাচ্ছে।’ উল্লেখ্য, সিনেমাটি কৃতী ও টাইগারকে একেবারেই ভিন্ন একটি লুকে দেখা যাবে। সিনেমাটির অ্যাকশন দৃশ্যে কাজ করেছে আন্তর্জাতিকমানের বেশ কয়েকজন ট্যান্টম্যান ও পরিচালক। ‘গণপথ’ সিনেমাটি পরিচালনা করেছেন বিকাশ বাহল এবং প্রযোজনা করেছেন বাশু ভগনানি, বিকাশ বাহল, দীপশিখা দেশমুখ ও জ্যাকি ভাগনানি।

আরও পড়ুন
পরাণ-দামালের পর আবারও মিম-রাজ জুটি
লাইভে এসে বিয়ে ও ডিভোর্স নিয়ে যা বললেন প্রভা
বহুদিন পর জুটি হয়ে ওয়েব সিরিজে ফিরছেন অপূর্ব-বিন্দু