অনলাইন ডেস্ক :
টম হল্যান্ডের ‘স্পাইডার-ম্যান :নো ওয়ে হোম’ সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে দুর্দান্ত স্কোর করছে। পাশাপাশি সিনেমাটি সিনেপ্রেমী থেকে শুরু সিনেবোদ্ধাদের প্রশংসাও পাচ্ছে নিয়মিত। বাংলাদেশের সিনেমাটির দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েছেন। প্রতিটি শো হাউজফুল হচ্ছে। নিজের সিনেমার এমন সাফল্যে টম হল্যান্ড মনে করেন তার অসাধারণ অভিনয়ের জন্য অস্কার পাওয়ার যোগ্যতা রাখেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তারকা রসিকতা করেছিলেন যে, তিনি চলচ্চিত্রে একটি চরিত্র হিসাবে যা অর্জন করতে চেয়েছিলেন তা তিনি অর্জন করেছেন। তাই তিনি মনে করেন এই সিনেমার জন্য অস্কার জিততে চলেছেন। টম হল্যান্ড বলেন, ‘একজন অভিনেতা হিসেবে যে ধরনের চরিত্রে নিজেকে দেখতে চেয়েছিলাম সেটা পূর্ণ হয়েছে। এই দিনটির জন্যই এতদিন অপেক্ষা করেছি। ক্যারিয়ারে এতদিন পর মনে হচ্ছে এই সিনেমাটিতে অভিনয়ের জন্য আমাকে অস্কার দেওয়া উচিত। আশা করছি আমার এই স্বপ্নটি এবার পূরণ হবে।’ শুরুতে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ সিনেমা কতৃর্পক্ষ যতটা সাফল্য আশা করেছিল তা পুরোটাই পাল্টে দিয়েছে সিনেমাটি।
আরও পড়ুন
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত