অনলাইন ডেস্ক :
বলিউড তারকা সানি লিওন ‘মধুবন’ শিরোনামে একটি গানের মিউজিক ভিডিওতে রাধা হয়ে নেচেছিলেন। গানের সেই নাচ অশ্লীল মনে হয়েছে পুরোহিতের কাছে, ফলে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে এই মিউজিক ভিডিও নিষিদ্ধের দাবি তুলেছেন তিনি। শুধু নিষিদ্ধের দাবিই তুলেই ক্ষান্ত হননি। ওই পুরোহিত এমনও হুমকি দিয়েছেন, সানি লিওন প্রকাশ্যে ক্ষমা না চাইলে তাঁকে ভারতে থাকতে দেওয়া হবে না। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, রাধা-কৃষ্ণের প্রেমকাহিনি নিয়ে এই গানে সানি লিওনের নাচ সনাতন ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ তুলেছেন অনেক নেটিজেন। সেই অভিযোগে এবার মথুরার পুরোহিত নবল গিরি মহারাজ মিউজিক ভিডিও নিষিদ্ধের দাবি তুলেছেন। ‘মধুবন মে রাধা নাচে’ শিরোনামের ওই গানটি করেছেন প্রখ্যাত সংগীতশিল্পী মোহাম্মদ রফি। জানা গেছে, ১৯৬০ সালে ‘কোহিনুর’ চলচ্চিত্রে গানটি গেয়েছিলেন তিনি। সম্প্রতি সারেগামা মিউজিক এই গানটির নতুন মিউজিক ভিডিও ‘মধুবন’ শিরোনামে প্রকাশ করে।
আরও পড়ুন
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত