অনলাইন ডেস্ক :
ভারতের তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশি খান্না। রূপ ও অভিনয় গুণে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন।‘ ওহালু গুসাগুসালারে’ সিনেমার মাধ্যমে তেলেগু ইন্ডাস্ট্রিতে পা রাখেন রাশি। এরপর ‘বেঙ্গল টাইগার’, ‘সুপ্রীম, ‘জয় লাভা কুসা’ প্রভৃতি দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে তার ঝুলিতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। টলিউড ডটনেট জানিয়েছে, সাধারণত সিনেমার জন্য ৭৫ লাখ রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন রাশি। কিন্তু তার নতুন একটি সিনেমার জন্য দাম বাড়িয়েছেন এই অভিনেত্রী। ১ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছেন তিনি। এর মাধ্যমে পারিশ্রমিকের দিক দিয়ে কীর্তি সুরেশ, রাশমিকা মান্দানাদের কাতারে নাম লেখালেন এই অভিনেত্রী। বর্তমানে গোপী চাঁদের সঙ্গে ‘পাক্কা কমার্শিয়াল’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রাশি। যদিও করোনার কারণে এখন শুটিং বন্ধ। পাশাপাশি নাগা চৈতন্যের সঙ্গে ‘থ্যাংক ইউ’ সিনেমায় অভিনয় করছেন তিনি। এ ছাড়া তামিল ও মালায়ালাম ভাষার সিনেমাতে দেখা যাবে তাকে।
আরও পড়ুন
দীর্ঘদিন পর ফেরা তারকারা
ভিন্ন পরিচয়ে রিচি
বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় যা বললেন শান