গাইবান্ধার গোবিন্দগঞ্জের হরিরামপুর ইউনিয়নে মঙ্গলবার বিজয়ী প্রার্থীর হামলায় পরাজিত মেম্বার প্রার্থী নিহত হয়েছেন।
নিহতের স্বজনরা জানায়, বিকালে হরিরামপুর ইউনিয়নের বিজয়ী মেম্বার প্রার্থী ফিরোজ কবীর মিছিল নিয়ে যাচ্ছিলেন। চৌরাস্তা নামক এলাকায় মিছিলকারীরা পরাজিত মেম্বার প্রার্থী সাহারুলের উপর হামলা চালায়। ঘটনাস্থলেই সাহারুল গুরুতর আহত হয়। তাকে গাইবান্ধা জেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জানান, এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি। নিহতের উপর হামলা হয়েছে ঠিক, কিন্তু কি কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে।
–ইউএনবি
আরও পড়ুন
বাংলাদেশি ১২ জেলেকে ধরে নিয়ে গেল ‘আরাকান আর্মি’
চব্বিশ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু
হঠাৎ গার্মেন্টস কারখানা বন্ধের প্রতিবাদে তেজগাঁওয়ে শ্রমিকদের রাস্তা অবরোধ