সংবিধান সংস্কার করাকে নিয়ে মঙ্গলবার জর্ডানে পার্লামেন্ট অধিবেশনে সংসদ সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
সংবিধানে নারীর সমান অধিকার নিয়ে আলোচনার এক পর্যায়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এই সংশোধনীকে কিছু সংসদ সদস্য ‘অকেজো’ বলে চিহ্নিত করেন।
আন্তর্জাতিক গণমাধ্যমে দেশটির সংসদ সদস্যদের হাতাহাতির ফুটেজ সম্প্রচার করা হয়েছে। এতে দেখা যায়, কয়েকজন সংসদ সদস্য তর্কের এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
—-ইউএনবি

আরও পড়ুন
বিশ্বে প্রথমবার ১ ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন ব্রাজিলে
দুটি ট্রলারসহ টেকনাফের ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
২৩ বছর পর দেশে ফিরছেন অভি, বরিশাল-২ আসনে প্রার্থী হওয়ার গুঞ্জন