December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 14th, 2021, 2:03 pm

কারিনাকে কেন বয়কটের ডাক?

অনলাই্ন ডেস্ক :

‘রামায়ণ’-এর ঘটনাকে পর্দায় তুলে ধরতে ‘সীতা’ নামে সিনেমা নির্মাণ করবেন বলিউডের পরিচালক অলৌকিক দেশাই। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়েছিল কারিনা কাপুর খানকে। সেই ছবিতে কাজ করার জন্য ১২ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন কারিনা। এ খবর সংবাদমাধ্যমে প্রকাশের পর কারিনার ওপর চটে যান নেটিজেনরা। বলিউডের প্রথম সারির এই নায়িকার প্রতি ক্ষোভ উগরে দিতে টুইটারে হ্যাশট্যাগ ‘বয়কটকারিনাখান’ ট্রেন্ড শুরু হয়েছে। শনিবার জি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, এ রকম চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েও এত মোটা অংকের পারিশ্রমিক দাবি করাকে ‘অমানবিক’ আচরণ হিসেবে দেখছেন অনেকেই। কেউ আবার অভিযোগ তুলেছেন, হিন্দুদের ধর্মীয় অনুভুতিতে আঘাত করছেন কারিনা। ‘সীতা’য় অভিনয়ের জন্য কয়েক মাস আগে কারিনাকে প্রস্তাব দেন পরিচালক অলৌকিক দেশাই। তিনি সিনেমাটির চিত্রনাট্যটি খুবই পছন্দ করেছেন। কিন্তু সিদ্ধান্ত জানানোর জন্য মাসখানিক সময় নেন। জানা যায়, সিনেমাটিতে অভিনয়ের জন্য কারিনার সময় লাগবে ৮ থেকে ১০ মাস। যা তার অন্যান্য সিনেমার তুলনায় অনেক বেশি। সাধারণত তিনি সিনেমা প্রতি ৬ থেকে ৮ কোটি রুপি নিলেও এটির জন্য চাইছেন ১২ কোটি রুপি। কারিনার বিরোধিতা করতে টেনে আনা হয়েছে তার স্বামী সাইফ আলি খানের প্রসঙ্গও। অনেকের বক্তব্য, ‘তা-ব’ এর মতো ওয়েব সিরিজে অভিনয় করে হিন্দুদের অনুভুতিতে আঘাত দিয়েছেন সাইফ। এ বার সেই পথে হাঁটছেন কারিনাও। এক নেটিজেন কটূক্তি করেছেন, ভারতীয় নাগরিক হিসেবে এমন একজন অভিনেত্রীকে সীতার চরিত্রে মেনে নেব না, যার হিন্দু ধর্মের প্রতি বিশ্বাস নেই। বলিউডের মাফিয়ারা হিন্দু ধর্মকে খারাপ ভাবে দেখাচ্ছে। যে শিল্পীরা ধর্মীয় ভাবাবেগে আঘাত করেন, তাদের বয়কট করা উচিত। এ রকম আরও অনেক নেতিবাচক মন্তব্যে ভরে গিয়েছে টুইটারের দেওয়াল। কারিনা যদিও সীতার চরিত্রে অভিনয় করার বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন।